আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: লোকাল ট্রেনের কামরা থেকে ট্রলি ব্যাগ বন্দি এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা রেল স্টেশনে।
দক্ষিণ পূর্ব রেল পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে হাওড়া থেকে মেচেদা পর্যন্ত শেষ লোকাল ট্রেনটি থেকে যাত্রীদের নামিয়ে ট্রেনটি কারসেডে পাঠানো হয়। আজ সকালে রেলের সাফাই কর্মীরা ট্রেনটি পরিষ্কার করার সময় কামরার মধ্যে ট্রলি ব্যাগটি পড়ে থাকতে দেখে। কৌতুহলবশত তারা ব্যাগটি খুলতেই বেরিয়ে আসে যুবকের মৃতদেহ। সাফাই কর্মীরা সঙ্গে সঙ্গে মেচেদা থানা এবং রেল পুলিশে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
উদ্ধার হওয়া মৃত দেহটি বছর পঁয়ত্রিশের এক যুবকের এবং দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হাওড়া থেকে মেচেদা পর্যন্ত সমস্ত স্টেশনের সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে এবং দক্ষিণ পূর্ব রেল এলাকার সমস্ত থানা গুলিতে খোঁজ নেওয়া হচ্ছে কোনও ব্যক্তির নিখোঁজ ডায়েরি হয়েছে কিনা।