হাসপাতালে স্যালাইন হাতে মাধ্যমিক পরীক্ষা ছাত্রীর 

আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় বাইক থেকে পড়ে আহত এক ছাত্রী হাসপাতালে স্যালাইন হাতে মাধ্যমিকের শেষ পরীক্ষা দিয়েছে। বুধবার সকালে  ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দাতে।

জানাগেছে, দাঁতন ২ নম্বর ব্লকের ললাট গঙ্গাধর পাঠশালা হাই স্কুলের ছাত্রী প্রীতি জানা বাইকে করে খাকুড়দাতে পরীক্ষা দিতে যাওয়ার সময় একটি সেতুর কাছে বাইক থেকে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে এবং পরীক্ষার জন্য মোতায়েন থাকা পুলিশ কর্মীদের সাহায্যে ছাত্রীটিকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্যালাইন হাতে এবারের শেষ দিনের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে প্রীতি।

প্রীতির বাবা গৌর বিনোদ জানান, রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য হয়তো কোনও কারণে পরীক্ষা দিতে আসার সময় খাকুড়দা ঢোকার মুখে ব্রিজের কাছে  মাথা ঘুরে বাইক থেকে পড়ে যায়। স্থানীয় পুলিশ প্রশাসন ও এলাকাবাসীদের সহযোগিতায় তাকে বেলদা গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয় এবং সেখানেই সে পরীক্ষা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *