নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৪ জানুয়ারি:
চলন্ত বাসে ফের তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ। শনিবার সকাল দশটা নাগাদ ভিড় বাসের সুযোগ নিয়ে এক তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। হাওড়ার বাসিন্দা ২৮ বছরের এই তরুণীর অভিযোগ শনিবার সকাল দশটা নাগাদ বাস পার্ক স্ট্রীট ও জহরলাল নেহরু রোডের সংযোগস্থলে দাঁড়ানোর সময় এক ব্যক্তি বাস থেকে নামার সময় তাকে শ্লীলতাহানি করে। তরুণী পুরো ঘটনাটি পার্ক স্ট্রিট থানায় জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এরপর অভিযুক্ত জয়চাঁদ মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। তাকে প্রথমে পার্কস্ট্রীট থানায় জেরা করে পুলিশ। তার কথায় অসংলগ্নতা থাকায় গ্রেফতার করা হয় অভিযুক্ত জয়চাঁদ মন্ডলকে। পরে তাকে আদালতে তোলে পুলিশ।