স্নেহাশিষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ জানুয়ারি: রাস্তার পাশের ঝোঁপের ভিতর থেকে এক যুবককে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার হাঁসখালিতে। মৃত যুবকের নাম সেলিম মন্ডল(৩০)।
সূত্রের খবর, হাঁসখালি থানার উলাসীর বাসিন্দা সেলিম মন্ডল শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল। শনিবার সকালে মাঠে কাজে যাওয়ার সময় চাষের জমির পাশে ঝোঁপের ভিতর ক্ষতবিক্ষত অবস্থায় সেলিমের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে হাঁসখালি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় এক মহিলার সাথে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল সেলিমের। অভিযোগ,
সেই প্রেমের কারণেই তাকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালী থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।