আমাদের ভারত, হাওড়া, ২৫ জানুয়ারি: রাতের অন্ধকারে গাড়ি করে গাঁজা পাচার করার সময় পুলিশ ৫ গাঁজা পাচারকারীকে গ্রেফতার করল।
জানাগেছে, শুক্রবার রাতে দুটি প্রাইভেট গাড়ি করে ৫ গাঁজা পাচারকারী ১০৯ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৬ নং জাতীয় সড়কে সাঁকরাইলের ধূলাগড় টোল প্লাজার সামনে গাড়িটিকে আটক করে। পরে গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এত বিপুল পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ খতিয়ে দেখছে।