আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: রবিবার সকালে চাষের জমি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে দাসপুর থানার পুলিশ। গলায় কোপ বসানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন সকালে দাসপুর থানার ভগবতীপুর গ্রামের কাছে একটি ধানের জমিতে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম সঞ্জয় বর (ছাব্বিশ)।
মৃতের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় শেয়ার মার্কেটে কাজ করতো। তার গলায় একটি সোনার চেন ছিল এবং ঘটনাস্থলে তার বাইকটিও নেই। পুলিশের প্রাথমিক অনুমান যুবকটির গলার চেইন এবং বাইকটি কেড়ে নেওয়ার পর দুষ্কৃতীরা তার গলায় কোপ মেরে খুন করে চম্পট দেয়।