ভাড়া নিয়ে বচসা, ছাত্রকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ

আমাদের ভারত, রামপুরহাট, ২৩ ফেব্রুয়ারি: ভাড়া নিয়ে বচসার জেরে এক ছাত্রকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কন্ডাক্টরের বিরুদ্ধে। বিকেলের দিকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত ছাত্রের নাম দ্বিপ মণ্ডল (১৮)। বাড়ি মল্লারপুর থানার তারাপুর গ্রাম। সে টুরকু হাঁসদা লপসা হেমরম কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র।

ভূগোল বিষয়ে নিয়ে গৃহ শিক্ষকের কাছে পড়তে তারাপীঠের জয়সিংহপুর গ্রামে যেত সপ্তাহে চারদিন। সেই মতো শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে রামপুরহাট মনসুবা মোড়ে বাস থেকে নামে। সেখান থেকে অন্য একটি বাস ধরে জয়সিংহপুর গ্রামে যাচ্ছিল। তারাপীঠ থেকে ভাড়া নিয়ে কন্ডাক্টরের সঙ্গে তার বচসা শুরু হয়। সেকথা ফোনে বন্ধুদেব রঞ্জন দে’কে জানায় সে। তার মিনিট দশেক পরেই দুর্ঘটনা ঘটে।

দেবরঞ্জন জানায়, আমরা গৃহশিক্ষকের বাড়িতে সবে ঢুকেছি। সে সময় দ্বিপ ফোন করে জানায় ভাড়া নিয়ে কন্ডাক্টরের সঙ্গে তার ঝামেলা চলছে। সে ফোনে আমাকে বেসিক মোড়ে যেতে বলে। সেই মতো আমি বেসিক মোড়ে যায়। তারপরেই তারাপীঠ থানার পুলিশ ফোন করে জানায় বন্ধু বাস থেকে পড়ে গিয়েছে। তারাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে। তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে আমরা তারাপুর হাসপাতালে যায়। সেখান থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দ্বিপের মেসোমশাই রথিকান্ত মণ্ডল বলেন, “সপ্তাহে চারদিন গৃহশিক্ষকের কাছে পড়তে যায়। সেই মতো শনিবারও গিয়েছিল। কিন্তু আর ফেরেনি। সকাল পৌনে ১১ টা নাগাদ দুর্ঘটনার খবর পায়। আমাদের দৃঢ় বিশ্বাস দ্বিপকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে”। পরিবার এবং দ্বিপের বন্ধু পৃথক পৃথক ভাবে অভিযোগ দায়ের করেছে তারাপীঠ থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *