সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৫ নভেম্বর: চেন্নাইয়ে কাজ করতে যাওয়া পুরুলিয়ার এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হল। সোমবার বিকেলে ঠিকাদার মারফৎ যুবকের মৃত্যুর খবর পৌঁছয় পুরুলিয়া মফস্বল থানার রাঘবপুর গ্রামে যুবকের বাড়িতে। খবর পেয়েই কান্নায় ভেঙে পড়ে যুবকের পরিবার পরিজনরা। শোকের ছায়া নেমে আসে এলাকায়।
পারিবারিক সূত্রে যুবকের মাম বিট্টু বাউরি (২৪)। মৃতের দাদা দিলদার বাউরি জানান,‘গত শুক্রবারই সে বন্ধুদের সাথে চেন্মাইয়ে কাজে যোগ দিতে যায়। আর আজই বিকেলে ঠিকাদার মারফৎ খবর আসে রুমেরভেতরে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। খবর শুনেই আমরা স্থানীয় থানায় বিষয়টি জানাই। কী করে এরকম হল কিছুই বুঝে উঠতে পারছি না।’ মৃতের পরিবারের আর্জি দেহ যাতে পুরুলিয়াতে আনার ব্যবস্থা করুক পুলিশ। একইসঙ্গে ঘটনার তদন্তের দাবি তুলেছেন মৃতের পরিবার।