আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ নভেম্বর: সোমবার ভোরে মাওবাদীদের নামে লাগানো বেশ কয়েকটি পোস্টার উদ্ধার করেছে বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার পুলিশ। পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে, সোমবার ভোর চারটে নাগাদ এলাকাবাসীরা সারেঙ্গা বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে এরকম চারটি পোস্ট দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ গিয়ে পোস্টারগুলি তুলে থানায় নিয়ে যায়।
সাদা কাগজের উপর লাল কালিতে হাতে লেখা পোস্টার গুলিতে এনআরসি প্রসঙ্গে বিজেপিকে সাবধান করে কেন্দ্রের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার এবং অবিলম্বে অবৈধ বালি খাদান বন্ধ করার কথা বলা হয়েছে নিচে সিপিআই মাওবাদী লেখা পোস্টার গুলিতে। কে বা কারা মাওবাদীদের নামে এই পোস্টার গুলি দিয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে।