স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩১ মে:
অশ্লীল গালিগালাজের প্রতিবাদ করায় মদ্যপের হাতে আক্রান্ত এক যুবক। প্রতিবাদে অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দিল গ্রামবাসীরা। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে।
শান্তিপুর থানার প্রফুল্ল নগর এলাকার বাসিন্দা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রদীপ সরকার এদিন দুপুরে মদ্যপান করে এলাকায় অশান্তি করছিল বলে অভিযোগ। আর সেই ঘটনার প্রতিবাদ করে দেবব্রত নামে এক যুবক। আর তখনই দেবব্রতকে ব্যাপক মারধর করে প্রদীপ বলে অভিযোগ। এই ঘটনার খবর চাউর হতেই উত্তেজিত গ্রামবাসীরা প্রদীপ সরকারের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রদীপ। তার সন্ধান চালাচ্ছে পুলিশ।