আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ মে: রবিবার থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় শুরু হল আরএসএসের স্বদেশী জাগরণ মঞ্চ। এই মঞ্চের মাধ্যমে গড়বেতা বিধানসভা এলাকার প্রতিটি বুথে স্বদেশী জাগরণ মঞ্চকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। সংগঠনের কাজ হবে স্বদেশী দ্রব্যের ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করা।
প্রতি বুথে আদর্শবান ব্যক্তিত্বদের নিয়ে কমিটি করার পর জুন মাসের মধ্যে সমস্ত কমিটিকে নিয়ে সম্মেলন করবে গড়বেতা বিধানসভার স্বদেশী জাগরণ মঞ্চ কমিটি। তারপরে ৫০০০ মানুষের সঙ্ঘবদ্ধ মিছিল বের হবে বলে জানিয়েছেন গড়বেতা বিধানসভা এলাকার মঞ্চের আহবায়ক প্রদীপ লোধা। তিনি বলেন, এই লড়াই স্বদেশীকতার জন্য আরেক স্বাধীনতার লড়াই। স্বদেশী জিনিস ব্যবহার করব, বর্জন করবো বিদেশি দ্রব্য।