আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর:
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার সানমুরা গ্রামের ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী লালু দোলোই বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগ পাওয়ার পর গড়বেতা থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই কিশোরীর বাবা-মা জমিতে কাজ করতে গিয়েছিলেন সেই সুযোগে তাকে ঘরের মধ্যে জোর করে ওই যুবক ধর্ষণ করে বলে অভিযোগ।