পুরুলিয়ায় অরাজনৈতিক গণ সম্মেলনে বিজেপিকে আক্রমণ মন্ত্রী, বিধায়কদের

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৭ ডিসেম্বর: অরাজনৈতিক গণ কনভেনশনে মন্ত্রী, বিধায়ক ও জনপ্রতিনিধিদের বিজেপিকে আক্রমণ করলেন পুরুলিয়ার হুড়ায়। শনিবার, হুড়ার লালপুর কমিউনিটি হলে অনুষ্ঠিত ওই গণ কনভেনশনের আয়োজক হুড়া ব্লকের ফ্যাসিবাদ বিরোধী গণ মঞ্চ। ওই মঞ্চে রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘দেশটা পুঁজিপতি ও অন্যান্য রাষ্ট্রের কাছে তুলে দিচ্ছে বিজেপি সরকার। যা কিছু মনের মত করে সিদ্ধান্ত নিচ্ছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ।’ এদিন অমিত শাহকে ভিন দেশের বংশধর বলেও কটাক্ষ করেন তিনি। বক্তব্যে স্থানীয় বিধায়ক স্বপন বেলথরিয়াও বিভিন্ন ইস্যু ধরে বিজেপিকে আক্রমণ করে কঠোরভাবে সমালোচনাও করেন। 

কনভেনশনের আহ্বায়ক তথা হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেঞ্জিত মাহাতো ভেদাভেদ ভুলে ফের একযোগে দলীয় কর্মীদের কাজ করার আবেদন রাখেন।একই সঙ্গে ভোটারদের তৃণমূল থেকে মুখ না ফিরিয়ে তাঁদের সমর্থন করতে বলেন। মন্ত্রী পূর্ণেন্দু বাম পন্থী ও কংগ্রেস সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘ডান হাতে না হয় বাঁ হাতে ভোটটা দেবেন।’ এই প্রসঙ্গে তিনি উপস্থিত দর্শকদের সামনে ‘পৌরাণিক চাঁদ সওদাগরের মনসা পূজার কাহিনী তুলে ধরেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *