আমাদের ভারত, ১৬ এপ্রিল: ”আপনি কেন এসব করছেন? আপনি তো কোনওদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না।” পরোক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে বুধবার এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নেতাজী ইন্ডোরের সমাবেশে মমতার অভিযোগ, ”এএনআই-এর একটা ভিডিওয় দেখছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের একটা রিপোর্ট বলছে, মুর্শিদাবাদের অশান্তিতে বাংলাদেশি দুষ্কৃতীরা জড়িত। তাহলে কার দায় সেটা? সীমান্ত পেরিয়ে যে বাংলাদেশিরা ঢুকেছে, তার জন্য দায়ী কে? বিএসএফ কাদের নির্দেশে কাজ করে? স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে। আমাদের কী দোষ? আপনার বিএসএফ কেন ঢুকতে দিল বাংলাদেশিদের?”
অমিত শাহর নাম না করে মুর্শিদাবাদের অশান্তির নেপথ্যে ‘মূল ষড়যন্ত্রকারী’ হিসেবে চিহ্নিত করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।