ভুল তথ্য পরিবেশিত হচ্ছে! দুয়ারে সরকার নয় ডিজিটাল প্ল্যাটফর্মকে স্বীকৃতি দেওয়া হয়েছে, দাবি সুকান্ত’র

আমাদের ভারত, ৮ জানুয়ারি: পুরুলিয়ার ঝালদায় দলীয় জনসভায় যোগ দিতে এসে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একই সঙ্গে তাঁর দাবি, দুয়ারে সরকার প্রকল্পকে কেউ স্বীকৃতি দেয়নি। স্বীকৃতি দেওয়া হয়েছে প্রকল্পে ব্যবহৃত ডিজিটাল প্ল্যাটফর্মকে।

কেন্দ্রের দুয়ারে সরকার প্রকল্পের স্বীকৃতি নিয়ে সুকান্ত মজুমদার জানান, দুয়ারে সরকারকে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি, ডিজিটাল প্ল্যাটফর্মকে স্বীকৃতি দেওয়া হয়েছে। দুয়ারে সরকারে কেউ কিছু পাননি। ৫০০ টাকা আর ২৮ টাকার মদ ছাড়া।তাঁর কথায়, “আমরা তো সেটাই বলছি ডিজিটাল মানে ভার্চুয়াল হয়েছে। একচুয়ালি কিছুই হচ্ছে না। হাজার হাজার লোক লাইন দিয়ে কাগজপত্র জমা দিচ্ছে। ঘর কি পেয়েছেন তারা? বাথরুম কি তাদের তৈরি হয়েছে? তারা কি চাকরি পেয়েছেন? জিজ্ঞাসা করুন।”

২০২২ সালের ডিজিটাল ইন্ডিয়া পুরস্কারের পাবলিক প্ল্যাটফর্ম বিভাগে প্লাটিনাম পুরস্কার পেয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি। তারপর থেকেই তৃণমূল পাল্টা দাবি করেছে খোদ কেন্দ্রীয় সরকার তাদের প্রকল্পকে পুরস্কার দিল অথচ বঙ্গ বিজেপি এর সমালোচনা করছে। কিন্তু প্রথম থেকেই এই প্রকল্প কতটা ফলপ্রসূ তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিশেষত প্রধান বিরোধী দল বিজেপি একাধিকবার এই প্রকল্পের সমালোচনায় মুখর হয়েছে। আজ সেই পুরস্কার ঠিক কোন ক্ষেত্রে পেয়েছে রাজ্য, তা জানিয়ে ভুল তথ্য পরিবেশিত হচ্ছে বলে দাবি করে ফের সমালোচনার সুর বেঁধে দিলেন সুকান্ত মজুমদার।

1 thoughts on “ভুল তথ্য পরিবেশিত হচ্ছে! দুয়ারে সরকার নয় ডিজিটাল প্ল্যাটফর্মকে স্বীকৃতি দেওয়া হয়েছে, দাবি সুকান্ত’র

  1. Bjp says:

    *মোদি সরকারের* ডিজিটাল ইন্ডিয়া এই অ্যাওয়ার্ড ঘোষণা করেছে।
    রাষ্ট্রপতি *ডিজিটাল ইন্ডিয়া হাইয়েস্ট আওয়ার্ডস* মিনিস্টার অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড আইটির হাতে তুলে দিয়েছেন ।

Leave a Reply to Bjp Cancel reply

Your email address will not be published. Required fields are marked *