WHD celebration, West Medinipur, পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আয়োজিত বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত সংগঠনের জেলা দপ্তরে বিশ্ব স্বাস্থ্য দিবসে বিনা ব্যয়ে সার্বিক স্বাস্থ্য শিবির পরিচালিত হয়। “আমার স্বাস্থ্য, আমার অধিকার” জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে এলাকার দুঃস্থ শিশু, মহিলা ও বয়স্ক মিলিয়ে প্রায় ১৫১ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞ ডাক্তারবাবু রোগী দেখেন ও পরামর্শসহ সাধ্যমত ওষুধ সংগঠনের তরফ থেকে তুলে দেওয়া হয়। ব্লাড প্রেসার পরিমাপ, ব্লাড গ্রুপ নির্ণয় ও তাৎক্ষণিক ব্লাড সুগার নির্ণয় করা হয় প্রায় ১৭০ জনের।

শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ বি বি মণ্ডল ও ডাঃ ঋত্বিক মুখার্জি। স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ সুব্রত গায়েন ও ডাঃ সৌমেন দাস। ডাঃ অভ্রদীপ ভট্টাচার্য ও ডাঃ স্নেহাংশু শেখর ভুঁইঞা জেনারেল মেডিসিনের ডাক্তার হিসাবে উপস্থিত ছিলেন। শল্য চিকিৎসক ডাঃ সৌগত রায় স্বাস্থ্য দিবসের মূল বিষয় বস্তু নিয়ে আলোচনার সঙ্গে মায়েদের ব্রেষ্ট ক্যান্সার নিয়ে আলোচনা করেন। প্যাথলজিক্যাল টেকনিশিয়ান হিসাবে নিলোৎপল চ্যাটার্জি, স্বাগতা ওঝা ও শ্রেয়া সাহা উপস্থিত ছিলেন। সংগঠনের জনস্বাস্থ্য উপসমিতির সদস্য ও জেলা সংগঠনের নেতৃত্বরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সফল করেন। অনুষ্ঠান সফল করার জন্য বিজ্ঞানকর্মী-সহ উপস্থিত সকলকে সংগঠনের তরফ থেকে ধন্যবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *