আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২১ নভেম্বর: ২১ নভেম্বর বৃহস্পতিবার বিশ্ব মৎস্য দিবস হিসেবে পালিত হল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের শাখা সংগঠন জঙ্গলমহল মৎস্যজীবী ফোরামের উদ্যোগে এদিন ঝাড়গ্রাম জেলার শিলদা ভুলাভেদা ও জামবনিতে আনুষ্ঠানিকভাবে বিশ্ব মৎস্যদিবস পালিত হয়েছে।
জামবনি এবং বেলপাহাড়ি ব্লক এলাকার কয়েকশো মৎস্যজীবী এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন শিলদা রাজার বাঁধের পাড়ে এলাকার মৎস্যজীবীরা বিশ্ব মৎস্য দিবসের পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে মৎস্যজীবীদের পরিচয় পত্র সহ অন্যান্য প্রশাসনিক সুযোগ সুবিধা গুলি আদায়ের জন্য সকলকে সঙ্ঘবদ্ধ হওয়ার আহ্বান জানান জঙ্গলমহল মৎস্যজীবী ফোরামের সভাপতি যতীন মাহাত। মৎস্যজীবীরাও তাদের বিভিন্ন সমস্যার কথা এদিনের অনুষ্ঠান মঞ্চে তুলে ধরেন।