Blood donation, Bankura, নানা অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়ায় পালিত হলো বিশ্ব রক্তদান দিবস

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ জুন: নানা অনুষ্ঠানের মাধ্যমে বাঁকুড়ায় পালিত হলো বিশ্ব রক্তদান দিবস। এদিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব ও সংস্থার উদ্যোগে রক্তদান শিবির, সাধারণ মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করার জন্য বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনারের আয়োজন করা হয়।

এদিন ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের হাসপাতাল ও সিএসআর বিভাগের যৌথ উদ্যোগে রক্তদান শিবির করা হয়। এখানে শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সর্বাগ্রে এগিয়ে আসেন। এদিন এমটিপিএস হাসপাতালের সুপার ডাঃ দিব্যসুন্দর মন্ডল বলেন, ২০০৪ থেকে ১৪ জুন বিশ্ব রক্তদান দিবস পালন করার সিদ্ধান্ত নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই থেকে গত ২০ বছর ধরে দিনটিকে পালন করা হচ্ছে।

হাসপাতালের মেডিক্যাল অফিসার ইনচার্জ ডাঃ রাজর্ষি রায় বলেন, ১৪ জুন বিশ্ব রক্তদান দিবস পালনের আরও একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। এদিন নোবেলজয়ী বিজ্ঞানী কার্ল লান্ডস্টাইনার- এর জন্মদিন। তিনিই রক্তের গ্রুপ এ, বি, ও, এবি আবিস্কার করেন। তিনি বলেন, রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং উপকার হয়। এমনিতেই রক্ত কণিকা নির্দিষ্ট সময়ের পর নষ্ট হয়ে যায়। তাই রক্তদান করে যেমন রোগীর প্রাণ বাঁচানো যায় তেমনি নিজের শরীরের রক্তকে শোধনের সুযোগ পাওয়া যায়। এদিন ১০ জন মহিলা সহ ৭৫ জন রক্তদান করেন।

অন্যদিকে থ্যালাসেমিয়া রোধ ও রক্তদান আন্দোলনকারী সংস্থা বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এদিন জেলার শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র এক্তেশ্বর ধামে থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য সেমিনার ও রক্তদান শিবির করে দিনটিকে উদযাপন করে। এই শিবিরের উদ্বোধন করেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: গৌতম বুদ্ধ সুরাল। সংগঠনের সম্পাদক কাঞ্চন বিদ বলেন, এদিন একটি সচেতনতা র‌্যালি বাঁকুড়া কলেজ মোড় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে। শিবিরে ৩৯ জন রক্তদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *