পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ আগস্ট: পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলা ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরে জেলা পরিষদের শহিদ প্রদ্যুৎ স্মৃতি ভবনে। অনুষ্ঠানটি পরিচালনা করেন পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগ। এই কর্মশালা থেকে লোকশিল্পীদের দিয়ে সরকারি প্রচার মাধ্যমের কাজ করানো হবে।
যেমন বাল্যবিবাহ রোধ, স্কুলছুটদের স্কুল মুখী করা সহ অন্যান্য সামাজিক সচেতনতা মূলক প্রচারে নামানো হবে এই শিল্পীদের। তারই জন্য এই কর্মশালার আয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রাণী, বিধায়ক পরেশ মুর্মু, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামণী মান্ডি, খাদ্য কর্মাধ্যক্ষ কণিকা মান্ডি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ। এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকশিল্পীরা অংশগ্রহণ করেন। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুন মন্ডল।