সরকারি দফতরে টাকা ছাড়া কাজ হয় না, পুরুলিয়ায় এই অভিযোগ শাসক দলের

সাথী দাস, পুরুলিয়া, ১৪ ডিসেম্বর:
সরকারি দফতরে টাকার বিনিময়ে হয় কাজ! এরকম অভিযোগে সরব হলেন খোদ শাসক দলের কৃষক সংগঠন ও জেলা নেতৃত্ব। আজ পুরুলিয়ার ঝালদার ১ ব্লকের ভূমি সংস্কার দফতরে গিয়ে আধিকারিকের কাছে এই অভিযোগ জানালেন তাঁরা। একই সঙ্গে আধিকারিকদের সতর্ক করেন তাঁরা।

দফতরের কাজে ‘ঘুষ ‘ বন্ধ ও অবৈধ বালি পাচার  সহ কয়েক দফা দাবি নিয়ে ব্লক ভূমি অফিসে ঝালদা ১ ব্লকের তৃণমূল কিষান খেতমজদুর কমিটির পক্ষ থেকে প্রতিনিধিমূলক সাক্ষাৎ করা হয়। ১০ দফা দাবি জানানো হয়। কমিটির ব্লক সভাপতি বিরাজ মাহাতো বলেন, “এই দফতরের বিরুদ্ধে বার বার অভিযোগ আসছে যে এখানে  টাকা ছাড়া কোনো কাজ হয় না। রেকর্ড হোক বা মিউটেশন সবই নাকি হয় টাকার বিনিময়ে। এর জন্য বেশ কয়েকজন দালাল রয়েছে। দালাল না ধরলে কাজ হয় না। কৃষকদের এবং সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হয়।”

তৃণমূল জেলা কমিটির সদস্য জগদীশ মাহাতো বলেন, “যেখান কৃষক থেকে সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী কত কি করছেন, চলছে দুয়ারে সরকার। এদিকে এই দফতরের কাণ্ড কারখানার জন্য আমাদের দলের বদনাম হচ্ছে।
এ ছাড়াও অবৈধ বালিপাচার চলছে। সেগুলি বন্ধ হোক ও নিয়ম মেনে বালি চলুক এটাই আমরা চাই। তাই, আজ বিভিন্ন দাবি নিয়ে সৌজন্য মূলক সাক্ষাৎ করে গেলাম। যদিও ভূমি সংস্কার আধিকারিক ছিলেন না। একজন আধিকারিক আমাদের অভিযোগ ও বিষয়গুলি লিপিবদ্ধ করেন। এরপরেও যদি না শোধরায় তা হলে আমরাও সেই মতো ব্যবস্থা নিতে বাধ্য হব।”
এদিন শাসক দলের নেতাদের এই হুঁশিয়ারি সাড়া পড়েছে জেলার রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *