আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ জানুয়ারি: রেলের হকারদের ওপর আরপিএফের অত্যাচারের অভিযোগ তুলে এবং ওই ঘটনার প্রতিবাদে মেদিনীপুর স্টেশনে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরপিএফ আধিকারিককে ডেপুটেশন দেওয়া হয়েছে। ডেপুটেশনে নেতৃত্ব দেন মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী মৌ রায়, পূর্ণিমা পড়িয়া, রকিয়া খাতুন। তাঁদের দাবি, আরপিএফের হাতে রেল হকারদের হয়রানি করা বন্ধ করতে হবে। স্টেশন চত্বরে যেসব দোকান ভেঙ্গে দেওয়া হয়েছে সেগুলি পুনরায় তৈরি করে দিতে হবে। আরপিএফের আধিকারিক বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন।