জে মাহাতো, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩১ মার্চ: আজ মেদিনীপুরের প্রদ্যোৎ স্মৃতি সদন হলে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিধবা ভাতা প্রদান এবং দুয়ারে সরকার প্রকল্পের বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রী এবং জেলাশাসক ও জেলা প্রশাসনের আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে জেলাশাসক, ডাক্তার রশ্মি কমল জানান, আজ জেলার ৩৫০ জন বিধবা মহিলার হাতে বিধবাভাতা প্রাপ্তির শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। আগামীকাল জেলার ৭৮ হাজারের বেশি বিধবা মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিধবা ভাতার অর্থ পৌঁছে দেওয়া হবে।
রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইঞা জানান, নারী শক্তির হাতে ক্রয় ক্ষমতার অধিকার দিয়ে নারী স্বাধীনতা বৃদ্ধি করা হচ্ছে।