আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ জানুয়ারি: ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার বাঘন বটতলি এলাকায় ১০ নম্বর রাজ্য সড়কে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে কালিয়াগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মৃত মহিলার নাম উর্মিলা ঋষি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
হেমতাবাদ থানার কৃষ্ণবাটি শের গ্রামের বাসিন্দা উর্মিলা ঋষি তাঁর স্বামী জিতেন ঋষির সাথে একটি কাজে বাঘন বটতলীতে যান। সেখানে রাস্তা পার হতে গিয়ে উর্মিলা ঋষিকে দ্রুতগামী একটি ডাম্পার ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় উর্মিলা দেবীর। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। দুর্ঘটনার জেরে রায়গঞ্জ- বালুরঘাট ১০ নম্বর রাজ্য সড়ক কিছুক্ষণ যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।