আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা , ৯ জানুয়ারি: নৈহাটির দেবক থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার জন্য গৌরীপুর জুটমিলের ছাইঘাট এলাকাকে বেছে নেয় পুলিশ। বারংবার স্থানীয় মানুষ না করা সত্ত্বেও আজ তিনটে নাগাদ বোমা নিষ্ক্রিয় করার সময় বোমটি ফেটে যায়। এই ঘটনায় ১২টি পরিবারের ঘর ভেঙ্গে যায়। ঘটনায় দুজন শিশু সহ একজন বৃদ্ধ আহত হন। তাদের উদ্ধার করে নৈহাটির স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ও র্যাফ।