আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২ মার্চ: সোমবার সন্ধ্যেয় ঝাড়গ্রাম শহরে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেলেন এক মহিলা। ঝাড়গ্রাম শহরের একটি শপিং মলের সামনের রাস্তায় এই ঘটনায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,স্বামীর স্কুটারের পেছনে বসে যাওয়ার পথে লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ওই মহিলা। লরির চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলে মারা যান তিনি। মৃত মহিলার নাম মঞ্জু মাহাতো(৩৫)। বাড়ি ঝাড়গ্রামের জারুলিয়া গ্রামে। এদিন ঝাড়গ্রাম শহর থেকে কেনাকাটা করে একটি বিবাহ অনুষ্ঠানে তাঁরা যাচ্ছিলেন বলে জানা গেছে।