স্বাস্থ্য কেন্দ্রে মহিলাদের বিক্ষোভ

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৯ ডিসেম্বর: চিল্কিগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা।  তাদের অভিযোগ, চিল্কিগড়  ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক নিরপেক্ষভাবে কাজ করছেন না। বিগত আট বছর ধরে যে স্ব- সহায়ক দলটি হাসপাতালে রান্নার কাজে নিযুক্ত রয়েছে একতরফা ভাবে প্রতিবছর তাদের দিয়েই রোগীদের রান্নার কাজ করাচ্ছেন। এছাড়াও বিক্ষোভকারীদের অভিযোগ, চিল্কিগড় ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে যখনই কোনও  দাবি-দাওয়া নিয়ে অভিযোগ জানানো হয়, তিনি তার কোনও সদুত্তর দেন না এবং কোনও পদক্ষেপ করেন না। হাসপাতালে এক বছর আগে একটি নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে কিন্তু স্বাস্থ্য আধিকারিক সেই ভবনের গেট আজ পর্যন্ত খোলার কোনও বন্দোবস্ত করেননি।

হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষজনের আরও অভিযোগ, হাসপাতালের প্রসূতি মায়েরা ভর্তি হলে তাদের যেমন পর্যাপ্ত খাবার দেওয়া হয় না তেমনি প্রয়োজনীয় চিকিৎসাও করা হয় না। এমনকি নবজাতক শিশুদের যে চিকিৎসা দেওয়ার দরকার তাও দেয়া হয় না।  শিশু জন্মগ্রহণ করার পর সরকারি যে অর্থ সাহায্য হিসেবে দেওয়ার কথা তাও অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। সোমবার এই সমস্ত দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে এলাকার  মহিলারা চিল্কিগড় রাজবাড়ি থেকে  মিছিল করে এসে হাসপাতালের সামনে  বিক্ষোভ প্রদর্শন করেন।  পাশাপাশি তারা স্বাস্থ্য আধিকারিকের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।

এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা চিল্কিগড় এলাকার মহিলাদের  ডেপুটেশন দিতে আসার  ঘটনাটি সেখানকার বিএমওএইচের কাছ থেকে শুনেছি। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার জন্য জেলা শাসককে জানিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *