আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ ডিসেম্বর: মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকার দেউলা গ্রামে। মৃত মহিলার নাম সাকর মুর্মু (বয়স পঁয়তাল্লিশ)। বাড়ি সাঁকরাইল ব্লকের পচাখালি গ্রামে। চিকিৎসার কারণে সে দেউলা গ্রামে দাদার বাড়িতে এসে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে খাওয়ার পরে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ির লোক অধিক রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার হদিস পায়নি। শুক্রবার সকালবেলা বাড়ি থেকে কিছুটা দূরে ঝোপ জঙ্গলের মধ্যে একটি গাছে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে বেলদা থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।