আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর:
এনআরসি এবং সিএএ বাতিলের দাবিতে এবার আন্দোলনের পথে তৃণমূলের শিক্ষক সংগঠন। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষক সংগঠনের কর্মীরা মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে এনআরসি এবং সিএএ বাতিলের দাবি তুলে অবস্থান বিক্ষোভ শুরু করেন। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা নেতৃত্ব এবং সদস্য সদস্যারা অবস্থান বিক্ষোভে যোগ দেন।
শহরের গান্ধী মূর্তির সামনে আয়োজিত অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে কেন্দ্রের এই আইনকে কালা আইন আক্ষা দিয়ে তীব্র বিরোধিতা করা হয়। বিক্ষোভ মঞ্চে উপস্থিত সমিতির জেলা নেতা অর্ঘ্য চক্রবর্তী বলেন, কেন্দ্রের এই কানুনের বিরুদ্ধে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রতিবাদ আন্দোলন লাগাতার চলবে।