ঘর থেকে উদ্ধার মহিলার দেহ, জলপাইগুড়ির কোতোয়ালিতে চাঞ্চল্য

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ ফেব্রুয়ারি: বাড়ির দরজা জানালা বন্ধ, অনেক ডাকাডাকি পরেও কারও সাড়া পাওয়া যায়নি। শেষে কোতোয়ালি থানার পুলিশ এসে দরজা ভেঙ্গে ওই বাড়ির এক ঘর থেকে উদ্ধার করল মাঝ বয়সী এক মহিলার ঝুলন্ত মৃতদেহ। খাটের পাশে জানালা থেকে এক মহিলার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। একই ঘরে সেই মহিলার ছেলে পাভেল চক্রবর্তী অসুস্থ অবস্থায় ছিলেন বলে পুলিশ জানিয়েছে। ডাকাডাকি করতেই পাভেলের অবস্থা স্বাভাবিক হয়। ঘরের সব কিছু লণ্ডভণ্ড ছিল। রবিবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাবু পাড়া এলাকায়।

পুলিশ জানায়, মৃত মহিলার নাম মিষ্টি মুখোপাধ্যায় (৫৫)। তিনি ভোটপট্টির বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। পড়শিদের দাবি, মৃত মহিলার স্বামী দুটি বিয়ে করেছিলেন। ২২ ফেব্রুয়ারি স্বামী জয়ন্ত চক্রবর্তী’র মৃত্যু হয়। গতকাল থেকে বাড়িতে অশান্তি হচ্ছিল। এ দিন সকালে মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান খুনের ঘটনা। যে বাড়ি থেকে মৃত দেহ উদ্ধার হয় তার ঢিল ছোড়া দূরত্বে মৃত জয়ন্তের আরএক স্ত্রী থাকেন। স্থানীয় বাসিন্দা রাহুল বসাক বলেন, “গতকাল থেকে বাড়িতে গণ্ডগোল হচ্ছিল। আজকে সকালে মৃতদেহ উদ্ধার হল মিষ্টি দেবীর। মৃতদেহ দেখে মনে হচ্ছে খুনের ঘটনা।”

পুরসভার পুরসভার ভাইস চেয়ারম্যান তথা স্থানীয় কাউন্সিলর সৈকত চট্টোপাধ্যায়, “খুবই দুঃখজনক ঘটনা। তবে মৃতদেহ দেখে মনে হচ্ছে খুনের ঘটনা। পুলিশ তদন্ত করলে মৃত্যুর কারণ পরিস্কার হবে।” আইসি অর্ঘ্য সরকার বলেন, “মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *