আমাদের ভারত, আরামবাগ, ১৪ জানুয়ারি: বাইক থেকে পড়ে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। আহত শ্বশুর। ঘটনাটি ঘটে আরামবাগের নেতাজি স্কয়ারের কাছে। মৃতের নাম আজমীনা খাতুন (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আরামবাগের মুথাডাঙ্গার দিক একটি বাইকে করে শ্বশুর তার বউমাকে নিয়ে যাচ্ছিলেন।কলকাতা- আরামবাগ রোডের নেতাজি স্কোয়ারের কাছে একটি ট্রাককে পাশ দিতে গিয়ে বাইকটি গর্তের মধ্যে পড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলে ছিটকে ট্রাকের নীচে পড়ে যায় আজমিনা খাতুন। স্থানীয়রা তাদের দু’জনকেই উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আজমীনাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি একজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। গাড়িটিকে আটক করেছে আরামবাগ থানার পুলিশ।

