মেদিনীপুর গান্ধীঘাটে পুণ্যস্নানে মানুষের ঢল

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জানুয়ারি:
বৃহস্পতিবার দেশজুড়ে পালিত মকর সংক্রান্তি উৎসবে মেদিনীপুর শহরের গান্ধীঘাটে অসংখ্য মানুষ মকর স্নান সেরে সূর্যের আরধনা করেছেন। মকর সংক্রান্তি তিথিতে নদীতে স্নান করলে সব পাপ মুছে যায় বলে হিন্দু ধর্মাবলম্বীদের প্রচলিত ধারণা রয়েছে। এছাড়াও শরীর ও মনের শুদ্ধতা এবং জীবন-মৃত্যুর চক্র থেকে মুক্তির জন্যও আবহমানকাল ধরে এই মকর স্নানের প্রচলন রয়েছে। এজন্য আজ ভোর থেকেই মেদিনীপুরের কাঁসাই নদীর গান্ধী ঘাটে স্নান করতে সাধারণ মানুষের ঢল নামে। স্নানের পরে সেখানকার শিব মন্দিরে পুজো দিয়ে গরিব দুঃস্থ মানুষদের বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করে পূণ্য অর্জন করেন। নদীতে অসংখ্য মানুষের মকর স্নান এবং সূর্য আরাধনায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। পুরো নদী এলাকা নজরদারি চালানো হয় স্পিডবোট দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *