বিরাট-রোহিতের সাথে মাঠে জনগণমন গাইলেন মোদী, মন ছুঁয়ে গেল গর্বিত ভারতবাসীর

আমাদের ভারত, ৯ মার্চ: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হয়েছে বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ তথা শেষ টেস্ট। শুক্রবার ভারত অস্ট্রেলিয়ার ৭৫ বছরের ক্রিকেটের সম্পর্ক উদযাপন করলেন দু’দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অ্যান্থনি অ্যালবানিজ।

খেলা শুরুর আগে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছিল বিসিসিআই। মোদী, অ্যালবানিজ মাঠে নেমে ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করে আলাপচারিতা সারেন। রোহিত শর্মা ও স্ট্যান্ড ইন ক্যাপ্টেন স্টিভ স্মিথকে টেস্ট ক্যাপ তুলে দেন মোদী, অ্যালবেনিজ। তবে এতকিছুর মধ্যে যে ঘটনা আলাদা করে ভারতীয়দের মন ছুঁয়েছে, তা হল এদিন খেলা শুরুর আগে প্রথামাফিক জাতীয় সঙ্গীতে ক্রিকেটারদের সাথে গলা মিলিয়েছেন মোদী।

বিরাট, রোহিতে সঙ্গে এক সাড়িতে দাঁড়িয়ে জনগণমন গাইছেন দেশের প্রধানমন্ত্রী। গানের শেষে প্রণাম করলেন প্রধানমন্ত্রী। আর তাই দেখে গর্বে বুক ভরেছে ভারতীয়দের। আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামটি ২০২১ সালে নতুন রূপে সংস্কার করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীকে সম্মান জানিয়ে তারই নামে নামকরণ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামটির।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচে চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত প্রথম দুই টেস্ট সিরিজে এগিয়ে। নাগপুরে প্রথম ম্যাচে ভারত এক ইনিংস ও ১৩২ রানে জিতেছিল। দ্বিতীয় টেস্টে দেশের রাজধানীতেও জয়ধ্বজা উড়িয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি দিল্লির অরুণ জেডলি স্টেডিয়ামে প্যাট কামিন্সকে হারিয়েছিল ছয় উইকেটে।

দিল্লির টেস্টের পর কামিন্স ফিরে যান দেশে অসুস্থ মায়ের দেখভালের জন্য। তার পরিবর্তে প্রাক্তন অধিনায়ক স্মিথ অধিনায়কত্ব সামলান ইন্দোরে। তার নেতৃত্বেই অজিরা ঘুরে দাঁড়ায়। ইন্দোরে নয় উইকেটে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে যায়। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *