সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ জানুয়ারি: যক্ষ্মা রোগে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ালেন ব্লক স্বাস্থ্য আধিকারিক, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। আজ তাদের হাতে পথ্য ও সুষম খাবার তুলে দিলেন বাঁকুড়া-১ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অরিজিৎ কুণ্ডু সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা।
বৃহস্পতিবার আঁচুড়ি হাসপাতালে এলাকার ৬০ জন যক্ষা আক্রান্তের হাতে প্রয়োজনীয় সুষম খাবার তুলে দেন তাঁরা। ব্লক স্বাস্থ্য আধিকারিক, চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের এই উদ্যোগে খুশি আর্থিকভাবে পিছিয়ে পড়া টিবি আক্রান্ত ও তাদের পরিবার। তারা চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন।
যক্ষা আক্রান্ত রোগী কৃষ্ণা রায়, বন্দনা দাস চিকিৎসকদের এই উদ্যোগে আপ্লুত। তারা বলেন, সারা বছর ডাক্তারবাবুরা আমাদের চিকিৎসা করেন, ঔষধ পত্র এখানেই পাই, এবার খাবার দাবার তুলে দিলেন নিজেরা। আমাদের মতো গরিব মানুষদের জন্য এই চিন্তা ভাবনায় আমরা উপকৃত হলাম।
ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ কুণ্ডু বলেন, টিবি নির্মূলীকরণে দেশজুড়ে বিশেষ কর্মসূচি চলছে। আমরা চিকিৎসক, স্বাস্থ্য কর্মী সকলে মিলে ওই সব টিবি আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি আর সেই কারণেই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো।