আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ ডিসেম্বর : আংশিক সূর্যগ্রহণ হল পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। জেলার বিভিন্ন অংশে সূর্যগ্রহণ দেখার আয়োজন করেছিল বিভিন্ন বিজ্ঞান সংস্থা। কাঁথি, এগরা, বাজকুল, পটাশপুর, হলদিয়া, তমলুক সহ বিভিন্ন জায়গায় ক্যাম্পের মাধ্যমে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষকে সূর্যগ্রহণ দেখানোর ব্যবস্থা করা হয়।
সান ফিল্টার ও টেলিস্কোপের মাধ্যমে সূর্যগ্রহণ দেখার আয়োজন হয়েছিল। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও সব জায়গা থেকে সূর্যগ্রহণ দেখা গেছে। কুসংস্কার মুক্ত করতে সূর্য গ্রহণ চলাকালীন বিজ্ঞান কর্মীরা খাওয়ার খেয়ে দেখান উপস্থিত মানুষজনকে। টেলিস্কোপের সাহায্যে ও সান ফিল্টারের সাহায্যে সূর্যগ্রহণ দেখতে পেয়ে বেজায় খুশি ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষ সকলে। ক্যাম্পে উপস্থিত বিজ্ঞান কর্মীরা সূর্যগ্রহণ কেন হয়, কত রকমের হয়, জনমানুষের ওপরে তার প্রভাব কতখানি সেসব নিয়ে সচেতনতা তৈরীর চেষ্টা করেন।