পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: আজ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে দলের সদস্যতা অভিযানে যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেন।
*বন্যা নিয়ন্ত্রণ:*
ডিভিসি জল বেঁধে রাখে, সেই জলে বিদ্যুৎ তৈরী হয়। সেই বিদ্যুতে পশ্চিমবঙ্গ চলছে। আর যখন বন্যা হবে, তখন ডিভিসি’কেই গালাগালি করবে। ডিভিসি-র উপরে লক্ষ লক্ষ মানুষের কাজ নির্ভর করে আছে। আসলে এখানে বিপর্যয় মোকাবিলা করার মতো কোনও ব্যবস্থাই নেই। কিছুই করেনি এই সরকার। ইচ্ছে করেই করেনি। বন্যাকে এরা বার্ষিক ইনকামের একটা রাস্তা তৈরি করেছে। বন্যা হলেই ত্রাণ বিলি, ত্রাণ লুটপাট। আবার, কেন্দ্র সরকারের কাছে আবেদন করে লুটপাট করার জন্য। মানুষ মরে মরুক। এদের কোনও দায়িত্ব নেই। খালি ত্রাণ বিলি, আর ত্রাণ লুটপাটের জন্য বন্যাগুলোকে ব্যবহার করা হয়।”
*আর জি কর:* যতক্ষণ না সুবিচার আসছে, দোষীরা শাস্তি পাচ্ছে,নআন্দোলন চলবে। হঠাৎ করেই ওনারা ঘোষণা করে দিয়েছিলেন, অবস্থান উঠে গেল। সবাই দেখছি মিষ্টিমুখ করছে, আবির মাখছে। শৌচাগার করার দাবি মেনে নিল, সিসি ক্যামেরা লাগানোর দাবি মেনে নিল বলেই আন্দোলন উঠে যাবে? এই জন্যই কি এত মানুষ কষ্ট করল? আমি বলতে চাইছি, আন্দোলন আন্দোলন খেলা বন্ধ হোক।”
*ঘাটাল মাস্টার প্ল্যান:* মানুষ তিন তিনবার ভোট দিয়ে ওনাকে (দেবকে) এপি বানিয়েছে। কি করেছেন উনি? শুধু মুখ দেখালেই কি মানুষের দুঃখ-কষ্ট দূর হয়ে যাবে। কিছু তো করুন। ছবি তোলার রাজনীতি বন্ধ হোক। ওনার মুখ্যমন্ত্রীও ছবি তুলছেন, উনিও ছবি তুলতে চলে যাচ্ছেন। এটা বন্ধ হোক।