আমাদের ভারত, আরামবাগ, ১৮ ডিসেম্বর: ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে কুপিয়ে খুন করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলীর গোঘাটের বেঙ্গাইয়ের উপশালঝাড় এলাকায়।
মৃতের নাম তপন দাস(৩৯)। পারিবারিক অশান্তি জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ঘটনায় স্ত্রীকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।
ঘটনায় স্ত্রী সোমা দাসের বিরুদ্ধে গোঘাট থানায় খুনের অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে স্ত্রী সোমা দাস তার স্বামীকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে। এরপর সে জানায় তার স্বামীকে বাইরে থেকে লোক এসে খুন করে চলে গেছে। স্থানীয় লোকজন গোঘাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। সন্দেহে পুলিশ স্ত্রী সোমা দাসকে থানায় নিয়ে যায়।পরে পুলিশের জেরায় মৃত ব্যক্তির স্ত্রী সোমা দাস খুনের ঘটনা স্বীকার করেন। এর পরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তবে কেন স্বামীকে খুন করল তা এখনো ও স্পষ্ট নয়। স্বামী তপন দাস চাষের কাজ করতেন। একটি পাঁচ বছরের মেয়েও একটি চার বছরের ছেলে আছে তাদের। পুলিশ মৃতদেহ থেকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।