মমতার বিরুদ্ধে দাঙ্গা লাগানোর মতো গুরুতর অভিযোগ আনলেন মুকুল রায়

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৮ ডিসেম্বর:
রাজ্যে দাঙ্গা ছড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন মুকুল রায়। বুধবার দলের রাজ্য সদর দফতরে তিনি বলেন, বর্তমানে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে নিয়েছেন রাজ্যে দাঙ্গা লাগাবার। এখন রাজ্যে স্টেট স্পনসর্ড অশান্তি চলছে বলে রাজ্য সরকারকে আক্রমন করেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য। রাজ্যের উলবেড়িয়া, মুর্শিদাবাদ সব জায়গাতেই অশান্তির পিছনে তৃণমূলের নেতাদের দেখা গিয়েছে বলে জানান তিনি। রাজ্যের শাসক দলের নেতারা চাইছে জনজীবন বিপর্যস্ত হোক। দায়িত্ব নিয়ে এইকাজটা তৃণমূলের নেতারা করছেন। আর রাজ্য সরকার নিশ্চুপ বলে ফের অভিযোগ করেন মুকুল রায়। তিনি বলেন, রাজ্যের পুলিশ তো সব তৃণমূলের মিছিলে। এদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে সব পুলিশকে হাঁটতে দেখলাম।

পাশাপাশি ডোরিনা ক্রসিংয়ে রেল চলাচল বন্ধ নিয়ে মমতার অভিযোগ ওড়ালেন মুকুল রায়। তিনি বলেন, রেলের প্যানেল বোর্ড ভাঙ্গলে তা সারাতে সময় লাগে মমতা বন্দ্যেপাধ্যায় ভালো করেই জানেন। উনি একসময় রেলমন্ত্রী ছিলেন। আর প্যানেল বোর্ড ছাড়া রেল চালানো সম্ভব নয় বলে এদিন জানান প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করে মুকুল রায় বলেন, সব বুঝেও মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *