ছেলের স্কুলে এসে বউকে স্ক্রু-ড্রাইভার দিয়ে মেরে অ্যাসিড ছুঁড়ে ধৃত স্বামী

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৩ ফেব্রুয়ারি: ফের কলকাতার বুকে দিনে দুপুরে মহিলার উপর অ্যাসিড হামলা। ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকায় বিবি চ্যাটার্জি রোডে। ঘটনাস্থলেই হামলাকারীকে হাতেনাতে ধরে ফেলেন প্রত্যক্ষদর্শীরা। আপাতত কসবা থানাতেই পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত। কসবা এলাকার স্থানীয় এক স্কুলের সামনেই ঘটেছে এই অ্যাসিড হামলার ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, ছেলের স্কুলে এসে প্রথমে বউকে স্ক্রু ড্রাইভার দিয়ে হামলা করেছে তার পর অ্যাসিড ছুড়ে মারে। চিৎকার শুনে আশপাশ থেকে ছুটে আসেন লোকজন। ঘটনাস্থলেই প্রত্যক্ষদর্শীরা হামলাকারীকে হাতেনাতে ধরে ফেলেন। তৎক্ষণাৎ তাঁকে পাকড়াও করে কসবা থানার পুলিশের হাতে তুলে দেন তাঁরা। তৎপরতার সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত হাসপাতালে ভর্তি ওই মহিলা। স্বামীর বিরুদ্ধে আইপিসি ৩২৬ /৩২৬এ ধারায় তাঁর আক্রান্ত মহিলা অভিযোগ দায়ের করেন। প্রকাশ্য দিনের আলোয় খাস শহরের বুকে এভাবে মহিলার উপর অ্যাসিড হামলা হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

প্রসঙ্গত, এ বছরের গোড়ার দিকেই অ্যাসিড হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) তথ্য বলছে, অ্যাসিড হামলার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গের নাম। ২০১৮ সালে এ রাজ্যের মেয়েরাই সবথেকে বেশি অ্যাসিড হামলার শিকার হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে দেশে ১২৬টির মধ্যে পশ্চিমবঙ্গেই অ্যাসিড আক্রমণের ৫০টি ঘটনা ঘটেছে। আক্রান্তের সংখ্যা ৫৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *