কলেজ জীবনের প্রেমিকের প্রেমে উথলে উঠে স্বামীকে খুন, পুলিশের জালে স্ত্রী ও প্রেমিক

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৬ জানুয়ারি: পুরুলিয়ায় অধ্যাপক খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুরুলিয়া সদর থানার পুলিশ। গ্রেফতার হয় খুনির প্রেমিকা তথা অধ্যাপকের স্ত্রীও। অভিযুক্তের নাম অজয় আম্বানি। তার বাড়ি মধ্যপ্রদেশের জবলপুর জেলার আধার থানা এলাকায়। শনিবার অভিযুক্ত অজয়কে ঝাড়খণ্ডের রাঁচি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই পুরুলিয়া শহরের নর্থ রোডের রবীন্দ্রপল্লী এলাকার বাড়ি থেকে ধৃতদের প্রেমিকা পাপড়ি চট্টরাজকে গ্রেপ্তার করে পুলিশ। আজ পুরুলিয়া জেলা আদালতে দুইজনকেই হাজির করা হয়।

গত ১৭ জানুয়ারি  রাত ১১টা নাগাদ পুরুলিয়া শহরের নর্থলেক রোডে নিজের বাড়ির দোতালায় শ্বাসরোধ করে খুন হন নিস্তারিণী কলেজের অতিথি অধ্যাপক অরূপ চট্টরাজ। এরপরই ঘটনার তদন্তে নামে পুরুলিয়া সদর থানার বিশেষ তদন্তকারী দলl পুরুলিয়া সদর থানার বিশেষ তদন্তকরী দল অধ্যাপকের পরিবার ও প্রতিবেশীদের কাছে কথা বলে জানতে পারে যে, অরূপ চট্টরাজ ও তার স্ত্রীর সম্পর্ক খুব একটা ভালো ছিল নাl কয়েকমাস ধরে দু’জনেই আলাদা আলাদা ঘরে ঘুমোতেনl

অধ্যাপক প্রায় প্রতিদিনই ৭টা থেকে সাড়ে ৯টা অবধি ক্যারাম খেলতে যেতেন বাইরেl পুলিশের অনুমান ঠিক এই সময়টিতে খুনি সদর দরজা দিয়ে উপরে যায় এবং খুন করার পর ছাদের দরজা দিয়ে পালিয়ে যায়l অধ্যাপকের ব্যক্তিগত কোনও শত্রুতা বা কোনও ঝামেলাও ছিল নাl পুলিশের প্রাথমিক সন্দেহের তীর স্ত্রীর দিকেই ওঠেl এরপরই ঘটনার তদন্তে নেমে অধ্যাপকের স্ত্রীকে আটক করে পুলিশ।


ছবি: নিহত অধ্যাপক।

কলেজ জীবনের প্রেম, ১৮ বছর পর উথলে উঠে অজয় আম্বানি ও পাপড়ি বিশ্বাসের মধ্যে। ফেসবুকে তা ঘনিষ্ঠ হয় কয়েক মাস আগে। স্বামী ও ১০ বছরের সন্তানকে আড়াল করে চলছিল পাপড়ির প্রেমলীলা। পুরুলিয়া শহরে প্রেমিক অজয়ের সঙ্গে একটি ভাড়া বাড়িতে ঘনিষ্ঠ হতো পাপড়ি। মাঝে পথের কাঁটা হয়ে উঠছিল স্বামী অরূপ। আর তাই কাঁটা চিরদিনের জন্য তুলতে তৈরি হয় পরিকল্পনা। খানিকটা সফল হলেও পূর্ণতা পেল না পাপড়ি ও অজয়ের অভিলাষ। পরিণতি, সমাজ থেকে অনেক দূরে – জেল হাজত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *