আমাদের ভারত, হাওড়া, ৬ ডিসেম্বর: সাংসারিক অশান্তির জেরে প্রতিবন্ধী স্বামীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে আমতা থানার দেওড়া মল্লিকপাড়ায়। নিহত ব্যক্তির নাম মেহেবুব মল্লিক (৪৫)। নিহত ব্যক্তির ভাইয়ের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই স্ত্রী মামণি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মহিলার বিরুদ্ধে পুলিশ ৩০২ ধারায় মামলা রুজু করেছে। ধৃতকে রবিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি একটি খুনের মামলা রুজু করা ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে, মেহবুব ছোটবেলা থেকেই পোলিও রোগে আক্রান্ত হওয়ায় চলাফেরা করতে পারেন না। সেভাবে কোনও কাজ না করলেও মাঝে মধ্যেই নেশা করত। বছর ১৪ আগে মেহেবুবের সঙ্গে মামনির বিয়ে হয়। বিয়ের পর সংসারের হাল ধরতে মামণি জরির কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মামনি জরির কাজ করে যে টাকা উপার্জন করত তার বেশিরভাগই মেহেবুব তার নেশার পিছনে ব্যয় করত। এমনকি টাকা না দিলে তাকে মারধর করত বলেও অভিযোগ।
মেহবুবের নেশা করাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর অশান্তি লেগেই থাকত। অভিযোগ শুক্রবার রাতে মেহেবুব নেশা করে বাড়ি ফেরার পর ফের নেশার জন্য মামণির কাছে টাকা চায়। মামণি টাকা দিতে অস্বীকার করায় দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ, অশান্তি চলাকালীন মামনি মেহবুবের গলা টিপে ধরলে তার মৃত্যু হয়। শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে আমতা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে মেহবুবের ভাই আমতা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামণিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর মামণি তাঁর দোষ স্বীকার করেছে।