আমাদের ভারত, ৪ আগস্ট: “অখিল গিরিকে পদত্যাগ করতে বলা হলে বাংলার মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীকে কেন ছাড় দেওয়া হবে? অখিল গিরি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আইন কি আলাদা?” রবিবার এই প্রশ্ন তুলল পশ্চিমবঙ্গ বিজেপি।
এক্স বার্তায় দলের রাজ্য শাখার তরফে ইংরেজিতে লেখা হয়েছে, “তাঁর যৌনবাদী মন্তব্য এবং হুমকির পরে টিএমসি তাঁদের ক্যাবিনেট মন্ত্রী অখিল গিরিকে পদত্যাগ করিয়ে দিয়ে ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তাঁকে দল থেকে বা তাঁর বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে বলা হয়নি, বা তাঁকে কোনও আইনি পদক্ষেপের মুখোমুখি করা হয়নি।
একজন নারী সরকারি কর্মকর্তার প্রতি হিংসার এই আচরণ অন্য কেউ নন, টিএমসি দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বলে মনে হচ্ছে। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে, মমতা নিজেই জানিয়েছিলেন যে, কলকাতা বইমেলার ফটকে তাঁর গাড়ি দেরি করিয়ে দেওয়ার জন্য পুলিশ অফিসার কে কে দ্বিবেদীকে চাবুক মারা উচিত।
মনে হচ্ছে, একজন অফিসারকে হিংসাত্মক হুমকি দেওয়ার জন্য অখিল গিরি উপর থেকে ইঙ্গিত নিয়েছেন। সাহসী বোধ করছেন।”