আমফানের টাকা ভুল করে কেন শুধু তৃণমূল নেতাদের একাউন্টে ঢুকল? প্রশ্ন বিজেপি নেত্রী মাফুজার

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৩ ডিসেম্বর:
আমফানের ত্রাণের টাকা বিলিতে দুর্নীতির অভিযোগে ক্যাগকে তিন মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, যারা ত্রাণ পেয়েছেন তাদের নাম এবং সমস্ত ক্ষতিগ্রস্তরা ত্রাণ পেয়েছেন কিনা জানাতে হবে। সঙ্গে ত্রাণ বন্টনে দুর্নীতি হয়ে থাকলে কোনও সরকারি আধিকারিকরা সে জন্য দায়ী তা খুঁজে বার করতে হবে।

সেই প্রসঙ্গে গতকাল বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। নদিয়ার কৃষ্ণনগরে পোস্ট অফিস মোড়ে ও গতকাল বিকেলে মাফুজা খাতুনের নেতৃত্বে এক অবস্থান-বিক্ষোভ হয়। সেখানে বিজেপি নেত্রী সাংবাদিকদের বলেন, এই টাকা বিলি নিয়ে হয়েছে।তালিকায় দেখা যায় তৃণমূলের প্রধান, প্রধানের স্বামী, যদি প্রধান পুরুষ হয় তাহলে তার বউয়ের নামে, তার ছেলের নামে, তার মেয়ের নামে, তোর চৌদ্দ গুষ্টির নামে এমনকি তাদের বাড়ির কুকুর বেড়ালের নামে ও টাকা একাউন্টে ঢুকেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রীর সাফাই দিয়েছেন, ভুল করে ওই টাকা একাউন্টে ঢুকে গেছে। তাই আমার প্রশ্ন আপনাদের কাছে ভুল করে কি শুধু তৃণমূলের একাউন্টেই টাকাগুলো ঢুকলো? ভুল করে তো একটাও বিজেপি নেতা বা বিজেপি কর্মীর একাউন্টে টাকা ঢুকলো না? অথবা এমন মানুষ আছেন যে তিনি কোন দল করেন না কিন্তু তার একাউন্টে টাকা ঢুকেছে? তাদের কারও একাউন্টে ভুল করে এই টাকা ঢুকলো না, টাকা ভুল করে শুধু তৃণমূলের একাউন্টেই ঢুকলো। সেই জন্য আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আদালতের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *