স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩ ডিসেম্বর: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুগলের আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কাছারিগছ গ্রামে। মৃতদের নাম শিপ্রা সিংহ ও তরুন সিংহ। বাড়ি ওই গ্রামেই। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পরিবারসূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কাছারিগছ গ্রামের বাসিন্দা টরগোবিন্দ সিংহের স্ত্রী শিপ্রা সিংহের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক গড়ে ঊঠেছিল ওই গ্রামের ২৪ বছরের যুবক তরুন সিংহের। স্বামীর অজান্তেই কয়েকবছর ধরে এই সম্পর্ক চলছিল।সম্প্রতি শিপ্রাদেবীর স্বামীর টরগোবিন্দের নজরে আসার পর শুরু হয় সংসারে অশান্তি। এই অশান্তির হাত থেকে বাঁচতে গতকাল রাতে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি বাগানে প্রেমিক প্রেমিকা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন।
রাতে তরুন সিংহের পরিবারের লোকজন খোঁজ খবর করতেই যুগল মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠায়। আত্মঘাতী তরুন সিংহের দাদা সুভাষ সিংহ জানিয়েছেন, পরিবারের কেউ এই ঘটনাটি জানত না। রাতে দীর্ঘক্ষন না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। বাড়ি থেকে এক কিলো মিটার দূরে তাদের মৃতদেহ উদ্ধার হয়েছে।