“ক্ষমতায় এলে দোষী পুলিশ অফিসারদের জেলে ঢোকানো হবে”, কোচবিহারে বললেন বিজেপি নেতা রাজু ব্যানার্জি

আমাদের ভারত, কোচবিহার, ৪ ফেব্রুয়ারি: সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে আজ কোচবিহারে তুফানগঞ্জের রামপুরে একটি সভা করেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি আলী হোসেন সহ অন্যান্য বিজেপি নেতারা। এদিনে তার বক্তব্য বিজেপি নেতা রাজু ব্যানার্জি দাবি করেন, সংশোধিত নাগরিকত্ব আইন মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে। এদিন তাঁর বক্তব্যে তিনি পুলিশকে হুঁশিয়ারির সুরে বলেন, যেসব পুলিশ কর্মী ও আধিকারিক তৃণমূলের হয়ে কাজ করছেন বিজেপি ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের জেলে ঢোকানো হবে।

সম্প্রতি সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে জেলা জুড়ে ব্যাপক প্রচার অভিযানে নেমেছে বিজেপি, জেলা নেতাদের পাশাপাশি রাজ্য স্তরের নেতারা প্রায় প্রতিদিন জেলার বিভিন্ন অংশে এই আইনের প্রচারে ব্যস্ত রয়েছেন। আজ কোচবিহারে এসেছেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি তিনি এদিন তুফানগঞ্জ সভা করেন, আগামীকাল কোচবিহার শহরে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে বোঝাবেন তিনি।
তিনি অভিযোগ করেন, এরাজ্যে স্কুলে স্কুলে সরস্বতী পূজা বন্ধ করে দেয়া হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সরস্বতী পুজো করার দাবিতে রাস্তা অবরোধ করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে তাদের মাথা ফাটিয়ে দেয়, কিন্তু তৃণমূল গুন্ডাদের দেখে পুলিশ টেবিলের তলায় লুকায়”।

তিনি বলেন, যেসব পুলিশ আধিকারিকরা তৃণমূলের কথামতো চলছে এবং বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দিচ্ছে তাদের নাম লিখে রাখা হয়েছে ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *