এবার দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপেও চোখের আরাম! লঞ্চ হল ‘ডার্ক মোড’

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৪ মার্চ: ফেসবুকের পর একমাত্র হোয়াটসঅ্যাপই এমন একটি অ্যাপ, যেটি বিশ্বের বেশিরভাগ মানুষ দিনের মধ্যে সবচেয়ে বেশিক্ষণ ব্যবহার করেন। বাড়ি, অফিস এমনকি ব্যবসার ক্ষেত্রেও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ এই অ্যাপ। কিন্তু দীর্ঘ সময়ে ব্যবহারকালীন অ্যাপের ডিসপ্লে সাদা থাকায় এতদিন চোখে ব্যথা ও চোখের বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। তাই ব্যবহারকারীদের অনুরোধে
অবশেষে দীর্ঘ সময়ের পর হোয়াটসঅ্যাপে এবার চোখের আরাম দিতে এল ‘ডার্ক মোড’।

মঙ্গলবার রাতে এই নতুন ফিচার লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ। বিশ্বব্যাপী প্রত্যেক অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে অপশন। হোয়াটসঅ্যাপ আপডেট করলেই মিলবে এই জনপ্রিয় ফিচার। বুধবার সকালের মধ্যে বহু ইউজারের ফোনে হোয়াটসঅ্যাপ আপডেট মাধ্যমে চলে এসেছে ডার্ক মোড। তবে যারা এখনো আপডেট পাননি, দু-একদিনের মধ্যেই সেই আপডেট পাবেন। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে গুগল প্লে স্টোরে গিয়ে প্রথমেই হোয়াটসঅ্যাপকে আপডেট করুন।

অ্যান্ড্রয়েড ১০ এর হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে ডিসপ্লে ব্রাইটনেস অপশনে ক্লিক করুন। সেখানেই আপনি ডার্ক মোড অপশনটি দেখতে পাবেন। এখনো যারা অ্যান্ড্রয়েড ৯ ব্যবহার করছেন, তাদের প্রথম হোয়াটসঅ্যাপ সেটিংসে যেতে হবে। এরপর চ্যাট ক্লিক করতে হবে, এরপর থিম অপশনে গিয়ে ডার্ক মোড অপশন সিলেক্ট করতে হবে।

আইফোনে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আই ও এস ১৩ ব্যবহারকারীরা সদ্য হোয়াটসঅ্যাপ আপডেট পাবেন। অ্যাপ স্টোরে গিয়ে সর্বশেষ আপডেট করার পর, ফোন সেটিংসে গিয়ে ডিসপ্লে ব্রাইটনেস অপশনে ডার্ক মোড ট্যাপ করলেই পাওয়া যাবে ‘ডার্ক মোড’।

কি কি সুবিধা আছে ডার্ক মোড ব্যবহারে? এই মোড ব্যবহার করলে চোখের আরাম হবে। ডার্ক মোড ফোনের ব্যাটারি বাঁচায়। রাতের বেলাতে তো বটেই, এমনকি দিনের বেলাতেও স্ক্রিনের ব্রাইটনেস কম রেখে অতি সহজে কাজ করা যাবে। তাহলে আর চিন্তা করছেন কেন? গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করিয়ে বদলে ফেলুন আপনার চেনা পরিচিত হোয়াটসঅ্যাপকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *