আমাদের ভারত, ৪ এপ্রিল: গত দশ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তা শুধুই ট্রেলার। আরো কাজ বাকি আছে। কোচবিহারে এসে দেশের উন্নয়নে মোদী গ্যারেন্টির প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী।
মোদীর কথায়, বাংলার ৪০ লক্ষ পরিবার বাড়ি পেয়েছে। কোটি কোটি মানুষ প্রথমবার শৌচালয়, বিদ্যুৎ ও জলের সংযোগ পেয়েছেন। কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি আমরা টাকা পাঠিয়েছি, কারণ এটা মোদী গ্যারান্টি ছিল। দশ বছরে যে উন্নয়ন হয়েছে তা দেশের সর্বত্র হয়েছে। দশ বছরে যা হয়েছে তা শুধু ট্রেলার। আরো অনেক কাজ বাকি আছে।” মোদী বলেন, “লোকে বলে, আমার কোনো পরিবার নেই, আমার কাছে আমার দেশ আমার পরিবার।
প্রধানমন্ত্রী বলেন, দশ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্র থেকে বার করে নিয়ে এসেছে বিজেপি সরকার। আমাদের উদ্দেশ্য সফল হয়েছে, কারণ আমাদের উদ্দেশ্য সৎ। তাই আমরা দেশের উন্নতি করতে পেরেছি। যেখানে বাকি সকলের আশা শেষ হয় সেখান থেকেই মোদী কি গ্যারান্টি শুরু হয়।
কোচবিহারের জনসভায় মোদী বলেন, দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তি হিসেবে গড়ে তুলতে হবে, তার জন্য কেন্দ্রে শক্তিশালী সরকার প্রয়োজন। দুর্বল সরকারে কাজ হবে না। আর শক্তিশালী সরকার দেয় একমাত্র মোদী। মোদী ভারতের জনগণের সামান্য সেবক। ১৪০ কোটি জনগণের স্বপ্ন পূরণ করতে হবে মোদীকে। তাই মোদী কা গ্যারান্টি উপর ভরসা রাখুন।
সিএএ প্রসঙ্গে আশ্বস্ত করে মোদী বলেন, বিজেপি সরকার সিএএ নিয়ে এসেছে। প্রতি পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদীর গ্যারান্টি। বাংলার প্রতি পরিবারকে বলবো তৃণমূল, বামেরা আপনাদের ভয় দেখাতে পারে, কিন্তু আপনারা ১০ বছর আমার কাজ দেখেছেন। মোদী গ্যারান্টি’র ওপর ভরসা রাখুন।