Saayoni Ghosh, TMC, ভগবান শ্রী রামচন্দ্র কি বলেছিলেন তার নাম করে মুসলিম মারতে? প্রশ্ন সায়নীর

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭
জুলাই: শুক্রবার রানাঘাট দক্ষিণ বিধানসভার উপ নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণির হয়ে ভোট প্রচারে আসেন রাজ্যের যুব মহিলা নেত্রী তথা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত রায় নগর স্টেশন সংলগ্ন মাঠে জনসভা করেন তিনি। সেখানেই মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে বেনজির আক্রমণ করেন সায়নী ঘোষ। তিনি বলেন, ভগবান শ্রী রামচন্দ্র কি বলেছেন তার নাম করে মুসলিমদের মারতে? শ্রী রামচন্দ্র কি বলেছেন তার নাম করে ধর্ম বিভাজনের রাজনীতি করতে?

পাশাপাশি তিনি বলেন, লোকসভা নির্বাচনে ভোট দিয়ে যাকে আপনারা নির্বাচিত করেছেন সেই বিজেপি সাংসদকে গত পাঁচ বছরে উন্নয়নের কাজে দেখতে পেয়েছেন? আগামী পাঁচ বছরেও তাকে দেখতে পাবেন না। যদি দেখতে পান আমাকে ফোন করে জানাবেন। এছাড়াও ভরা সভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন তিনি। মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী সায়নী ঘোষ বলেন, “যে ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল তার কথা জানতে চাইলে বিজেপি বলবে জয় শ্রীরাম। ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতির কি হলো জানতে চাইলে বিজেপি তার উত্তরে বলবে জয় জয় শ্রীরাম।

আমাদের রাজনৈতিক স্লোগান বন্দে মাতরম্। আমরা জানতাম রাজনৈতিক স্লোগান হয় জয় হিন্দ্, জয় জওয়ান জয় কিষান। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক স্লোগান দেয়, জয় বাংলা। আর বিজেপির রাজনৈতিক স্লোগান জয় শ্রীরাম। শ্রী রামচন্দ্র কি বলেছেন তার নাম নিয়ে মুসলিম মারতে? শ্রীরামচন্দ্র কি বলেছেন তার নাম নিয়ে মানুষের মধ্যে বিভাজন করতে? এরপর তিনি মঞ্চ থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন এই বলে যে, এক থেকে দেড় বছরের বেশি কেন্দ্রে বিজেপি সরকার টিকবে না। রানাঘাট দক্ষিণ বিধানসভায় মুকুটমণি মানুষের আশীর্বাদ নিয়ে জয়লাভ করবেন বলেও তিনি দাবি করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *