পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জুন:
গত ৬ থেকে ১১ জুন ঝাড়খন্ডের রাঁচিতে গুরুনানক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ন্যাশনাল সাব জুনিয়ার, জুনিয়ার (পুরুষ ও মহিলা) ক্লাসিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৩ অনুষ্ঠিত হয়। যেখানে পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুরের শক্তি সংঘের পক্ষ থেকে রাজ্যের হয়ে ১০৫ কেজি বিভাগে সায়ন দাস ও ১২০ কেজির ঊর্ধ্বে অনিস সাউ অংশগ্রহণ করেন।
সাব জুনিয়র ১০৫ কেজি বিভাগের সায়ন দাস ব্রোঞ্জ পদক পান, জুনিয়রের ১২০ কেজির ঊর্ধ্বে অনীশ সাউ ৩টি সোনা ও ১টি ব্রোঞ্জ পদক পান। সোমবার বিকেলে এমনটাই জানানো হয়েছে শক্তি সংঘ ব্যায়ামাগারের পক্ষ থেকে।