Rock rain, West Midnapur, শিলা বৃষ্টিতে স্বস্তি মিললো পশ্চিম মেদিনীপুরবাসীর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ মার্চ: পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাজুড়ে প্রবল গরমে নাজেহাল পরিস্তিতিতে পরতে হচ্ছিল সাধারণ মানুষকে। সূর্য মধ্যগগনের দিকে এগোতে শুরু করলেই বাড়ির বাইরে পা দেওয়া দায় হয়ে উঠছিল। শুধু চড়া রোদই নয়, সঙ্গে তাপপ্রবাহের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্ৰির কাছাকাছি। আজ বিকেল থেকে শিলা বৃষ্টি শুরু হওয়ার ফলে স্বস্তির নিশ্বাস ফেললো পশ্চিম মেদিনীপুর জেলা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার সাধারণ মানুষ।

গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই মিলেছে তাদের। কিন্তু একাধিক জায়গায় ব্যাপক শিলাবৃষ্টি হওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। কারণ শিলাবৃষ্টি হওয়ার কারণে মাঠ থেকে আলু তুলতে অসুবিধার মুখে পড়তে হতে পারে কৃষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *