পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলায় প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রগুলি অসুস্থ মানুষদের সস্তায় উন্নত মানের ওষুধ দিয়ে সাহায্য করে চলেছে। ইতিমধ্যেই জেলায় বেশ কয়েকটি জনঔষধি কেন্দ্র জেলাবাসীকে পরিষেবা দিয়ে যাচ্ছে। তবে এই কেন্দ্র আরও বেশি করে খোলার আবেদন করছেন ক্রেতারা। এখানকার ওষুধের গুণগত মান যথেষ্ট ভালো বলেই তাদের অভিমত।
ক্রেতারা জানিয়েছেন, বিগত চার বছর ধরে আমারা এখান থেকে ঔষুধ নিয়ে যাচ্ছি, কোনো রকম অসুবিধা হচ্ছে না। বাজারের চেয়ে অনেক কম মূল্যে গুণগত মান বজায় রাখার ফলে আমাদের উপকার হচ্ছে। আরও এই ধরনের ঔষুধের দোকান খুললে খুব ভালো হয়, এটাই আবেদন কেন্দ্রীয় সরকারের কাছে।
দোকানের মালিক জানান, বিগত চার বছর ধরে ঔষধ বিক্রি হচ্ছে, ঔষধের গুণগত মানও বজায় রয়েছে। সাধারণ মানুষের বেশ ভালো মানুষের সাড়া পাওয়া যাচ্ছে।